উৎসবের আমেজে ভরপুর মালদা জেলা। কালিন্দ্রী স্মৃতি সংঘের ৬১তম দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, চাচল বিধায়ক নিহার ঘোষ, কোতুয়ালি অঞ্চলের উপপ্রধান প্রসেনজিত দাস, পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রাক্তন শিক্ষক সঞ্জয় কুমার দাস এবং রাজ্যসভার সাংসদ মৌসুম বেঞ্জনপুর।উদ্বোধনী মঞ্চে সম্মানীয় অতিথিদের পাশাপাশি এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতরত্ন গৌরব ও রাষ্ট্রীয় শিক্ষা সম্মানে ভূষিত দেবাশীষ দেব শর্মা মহাশয়।
সংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলে কচি মন শিশু অঙ্গনের ছাত্র-ছাত্রীরা এবং ভূমি ড্যান্স একাডেমির শিল্পীরা। নৃত্য ও সংগীতে ভরপুর এই সন্ধ্যায় দুর্গোৎসবের সূচনা হয় আনন্দ ও উচ্ছ্বাসে।




