নিজস্ব সংবাদদাতা শম্পা ঘোষ, সোদপুর:
পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানশিলায় কল্যাণ সমিতির নামে নিত্যদিন চলছে অসামাজিক কার্যকলাপ— এমনই বিস্ফোরক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সাত বছর ধরে সমিতির কয়েকজন সদস্যসহ, কিছু বহিরাগতরা মদ্যপান, গালিগালাজসহ উচ্ছৃঙ্খল আচরণ চালিয়ে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে দাবি উঠেছে।
অভিযোগ, রাত দশটা থেকে গভীর রাত পর্যন্ত বাইরে থেকে লোক ডেকে অসভ্য আসর বসানো হয়। এর প্রতিবাদ করলেই শুরু হয় হুমকি, ভয় দেখানো। এমনকি শারীরিক আক্রমণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগকারীদের বক্তব্য।
এখানেই শেষ নয়। এবছরের দুর্গাপুজোয় রাজ্য সরকারের দেওয়া অর্থ সাহায্য পাওয়ার পরেও সমিতি নাকি আড়াইশো পরিবার থেকে ২০০০ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করছে। চাঁদা কম দিলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগকারীদের অভিযোগ, দু’জন পুলিশ কর্মীর পরিবারকেও ছাড়েনি অভিযুক্তরা। তাদের বাড়ির সামনে বাজি ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। এমনকি ইলেকট্রিক সংযোগ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি।
এলাকাবাসীর অভিযোগ— প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। ফলে ভয় ও দিশেহারার মধ্যে দিন কাটছে দক্ষিণ পানশিলার প্রায় আড়াইশো পরিবারে।
এ বিষয়ে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরমাতা পূজা চক্রবর্তীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ক্রমশ চরমে উঠছে উত্তেজনা। স্থানীয়দের দাবি— দক্ষিণ পানশিলা কল্যাণ সমিতির সম্পাদকসহ সমিতির নেতৃত্বে অবিলম্বে পরিবর্তন আনা হোক।




