spot_img
- Advertisement -

সকলকে শুভ বড়দিনের (merry Christmas) ভালোবাসা, শুভকামনা জানাই।
প্রভু যীশু সকলের মঙ্গল করুক।

বড়দিন বড়দিন চারিদিকে বড়দিন
মোবাইলের মেসেজে কেটে যায় সারাদিন
কেক নেই একটাও, নেই কোনো চকোলেট
মোবাইল হাতে শুধু করে থাকো মাথা হেঁট।

শুধু মিঠে কথাতে কি চিঁড়ে ভিজে কখনো
গিফ্ট নিয়ে একজনও আসেনি তো এখনো।

বসে আছি সান্তাজী আসবেন গিফ্ট নিয়ে
যা দিয়েছেন জীবনে খুশী হবো তাই দিয়ে।

এসো ভাই হাসি মুখে কোলাকুলি করে নিই
সব দুখ ভুলে গিয়ে সুখ শুধু খুঁজে নিই।

দু-হাজার একুশ গিয়ে বাইশ যে আসবে
বছরের দিনগুলো ভালো ভাবে কাটবে
শিশুরা হাসবে আর মাতামাতি করবে
শিশুদের কোলাহলে দুনিয়াটা ভরবে।

হঠাৎ-ই সান্তা এলো, খুশী দিলো ভরিয়ে
সকলের মনে আশা, আলো দিলো জ্বালিয়ে
প্রভু যে গো প্রেমময় এ কথাটি বললেন
সৎ-পথে থেকো সবে, দয়াময় এসেছেন।

ধর্মের বলি হতে হবে নাকো আর যে
সকলের ধর্মকে সম্মান দেবে যে
ধর্মান্ধ, স্বার্থপর বহুরূপী মানুষের
মুখোশটা খুলে দিয়ে দূর করো পাপীদের।

ভগবান যীশু তুমি এসো ভবে আরবার
দূর করো দয়াময় পৃথিবীর দুখভার
এ পৃথিবী সুন্দর হবে তব পরশে
তোমার সৃষ্ট জীব সুখে রবে হরষে

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments