নিজস্ব সংবাদদাতা ( শর্মিষ্ঠা)আজ সারা রাজ্যব্যাপী মহিলা হকি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো,
শ্রীরামপুর স্পোটিং ময়দানে।
উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রীর মাননীয় বেচারাম মান্না মহাশয়, রাজ্য হকিএসোসিয়েশন এর সভাপতি শ্রী স্বপন ব্যানার্জি মহাশয়,বিধায়ক অসিত মজুমদার, উত্তরপাড়া পৌরসভার প্রশাসক ও প্রাক্তন জেলা সভাপতি শ্রী দিলীপ যাদব শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌর মোহন দে মহাশয়, উপ পৌর প্রশাসক উত্তম নাগ মহাশয় , শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু গাঙ্গুলী মহাশয়
সহসভাপতি শহর তৃণমূল কংগ্রেসের তথা এই হকি প্রতিযোগিতার ব্যবস্থাপনার সম্পাদক শ্রী সন্তোষ কুমার সিং মহাশয়।