নিজস্ব প্রতিনিধি(রজত রায়): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, “প্রধানমন্ত্রী মোদী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন, কিন্তু তা রাখতে ভুলে যান।” তার বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা সেই সব প্রতিশ্রুতি পূরণ করেনি।
তাহলে লোকসভা নির্বাচনের আগে তারা একই প্রতিশ্রুতি দিতে পারে। আমাদের এটি ভুলে যাওয়া উচিত্ নয়।”
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জনসাধারণের মধ্যে রয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, মালদা দক্ষিণ আসন বাদে সমস্ত আসনে বিজেপি জিতেছিল, তাই মমতা এবার উত্তরবঙ্গের রাজনৈতিক অস্ত্রকে অনেক আগেই শাণিত করতে শুরু করেছেন। এ লক্ষ্যে উত্তরবঙ্গের জন্য সেবা দেওয়ার পাশাপাশি নতুন আশ্বাসও দিয়েছেন।
মমতা বলেন, ‘আমি শ্রমিক পরিবারের মানুষের সঙ্গে আছি। আমি বিজেপি নই যে সব জায়গায় চা বাগান খুলবে, আমি মোদী সরকারের মতো নই। গতবার তিনি বলেছিলেন যে তিনি অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবেন। এবার তা আবার শুরু হবে লোকসভা নির্বাচনের আগে। তাদের বিশ্বাস করবেন না।” তিনি আরও বলেন, ”১০০ দিন ধরে টাকা পাচ্ছি না। আবাসনের টাকাও বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার সব টাকা নেয়। তারা আমাদের জিএসটি ট্যাক্স নেয় এবং আমাদের শেয়ার দেয় না। আমি ১৮ থেকে ২০ তারিখের মধ্যে দিল্লী যাচ্ছি। আমি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি। আমি তাদের বলবো টাকা দিন নয়তো সিংহাসন ছেড়ে দিন। এক লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া আছে।”
উত্তরবঙ্গের জনগণকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চা বাগানের শ্রমিকদের ইজারা দেব। আজ ছয় হাজার লিজ দেওয়া হবে। আমরা অনেক জমি অধিগ্রহণ করেছি। আমি জেলা ম্যাজিস্ট্রেটকে বলব যারা জায়গা পাননি তাদের নামে একটি পাট্টা দিতে। মোট ১৩ হাজার লিজ দেব। বাকিটা আমি সমীক্ষা করব।” তিনি আশ্বাস দেন যে ১২ ডিসেম্বর ১ কোটি ২০ লক্ষ কৃষক কৃষিবন্ধুর টাকা পাবেন এবং আলিপুরদুয়ারের ৯০ হাজার কৃষকের খরিফ চাষের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তারা দুটি কিস্তিতে মোট ১০,০০০ টাকা পাবেন।