HomeCountry€₹9২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারাই জিতবে বলে জনগনের উদ্দ‍্যেশে কংগ্রেস নেতা রাহুলের...

€₹9২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারাই জিতবে বলে জনগনের উদ্দ‍্যেশে কংগ্রেস নেতা রাহুলের গ‍্যারান্টিযুক্ত বার্তা

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বড় দাবী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখে কর্মীদের সাথে কথোপকথনের সময়, রাহুল গান্ধী বলেন, “আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমরা ২০২৪ সালে বিজেপিকে পরাজিত করব।” এর সাথে তিনি আরও বলেন যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার নির্বাচনে জয়ী হবে।

কংগ্রেস পার্টি জিতবে।

লাদাখ সফরে রাহুল গান্ধী। এ সময় তিনি বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে দেখা করছেন। এমনই এক বৈঠকে তিনি যখন যুবকদের সঙ্গে কথা বলেন, তখন এক যুবক তাঁকে প্রশ্ন করেন, “বিজেপিকে কীভাবে পরাজিত করবেন?” এ বিষয়ে রাহুল গান্ধী বলেন, “আপনাদের মনে করা উচিত্‍ নয় যে কংগ্রেস দল বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ২০২৪ সালে আমরা বিজেপিকে পরাজিত করব।”

বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান দখলের অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, “একটা জিনিস বুঝতে হবে। গণতন্ত্রে এক দল আরেক দলের সঙ্গে লড়াই করে। আজ ভারতে তা হচ্ছে না। আজ বিজেপি ভারতের সমস্ত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেছে।”

তিনি আরও বলেন, “আপনি কি মনে করেন যে অবাধ ও নিরপেক্ষ সংবাদমাধ্যম আছে? আপনি কি মনে করেন ভারতে সংবাদমাধ্যম ন্যায্য? বিজেপি ভারতের সমস্ত প্রতিষ্ঠানকে আক্রমণ করেছে। সংবাদমাধ্যম, আমলাতন্ত্র, নির্বাচন কমিশন বা বিচার বিভাগই হোক। হ্যাঁ, বিজেপি সবাইকে আক্রমণ করছে। ”

কংগ্রেস নেতা দাবী করেন যে, “সমান সুযোগ থাকলে, সংবাদমাধ্যম মেলা হত, বিজেপি যদি প্রতিষ্ঠানগুলি দখল না করত, তবে বিজেপি গত নির্বাচনেও জিততে পারত না। বিজেপি পুরো ব্যবস্থা দখল করে নিয়েছে। মানুষকে আতঙ্কিত করে রেখেছে। প্রতিষ্ঠানগুলোকে দমন করা হয়েছে। তাই আমি বলছি যে ২০২৪ সালে কংগ্রেস-ভারত জোট বিজেপিকে পরাজিত করবে।”

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments