লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস,
LIONS CLUBS INTERNATIONAL District 322B1 এর সাথে সংযুক্ত, অভিনন্দন জানাবে
বুম্বা মুখোপাধ্যায়
একজন অসামান্য সামাজিক প্রভাবক হিসেবে।
বুম্বা মুখার্জি একজন বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক কল্যাণ প্রেরণাকারী এবং 15 বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অসামান্য কাজ করছেন৷ তিনি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান, আমাদের সমাজের সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন।
27 শে নভেম্বর প্রাক্কালে অবনীন্দ্র সাভাঘর, নন্দন ক্যাম্পাসে, বুম্বা মুখার্জিকে অনেক বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা সংবর্ধনা দেওয়া হবে, লায়ন্স ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক জানিয়েছেন৷