নিজস্ব প্রতিনিধি সম্পা :”MS Creation”-এর কর্ণধার মোনালি বিশ্বাস এবং সুদীপ্ত দেবনাথের উদ্যোগে টালিগঞ্জ “bong connection”স্টুডিওতে কালী পুজোর ব্যানার ফটোশুট হলো।এই শুটে নতুন এবং পুরোনো মিলিয়ে ১৮জন মডেল পুজোর ফটোশুট করেছেন মোনালি বিশ্বাস এবং সুদীপ্ত দেবনাথের তত্ত্বাবধানে।মডেলিংয়ের ঝলমলে স্বপ্নের জগৎ নিয়ে কমবেশি সবারই আগ্রহ রয়েছে।অনেকের স্বপ্ন থাকে এই প্রফেশনে আসার।মোনালি বিশ্বাস এবং সুদীপ্ত দেবনাথ দীর্ঘদিন মডেলিং এবং অভিনয়ের সাথে যুক্ত। “MS Creation”-এর পরবর্তী উদ্যোগ শর্ট-ফিল্ম, গানের অ্যালবাম, মডেল ফটোশুট ছাড়াও অনেক কাজ আসতে চলেছে।”MS Creation”-এর সাথে কাজ করলে,পেপার এবং ম্যাগাজিনের পাতায়, টেলিভিশনের পর্দায় কিংবা রাস্তাসহ পুজোর প্যান্ডেলে বড় বড় বিলবোর্ডে শোভা পাবে মডেলদের ছবি নতুনরা যারা আসতে চাইছে নিজেকে মডেল হিসেবে তৈরি করতে চাইছে ছোট থেকে সব বয়স পর্যন্ত সবাই কে স্বাগত জানাচ্ছে “MS Creation”।
পোষাক পরিকল্পক- আশিস মান্না
রূপসাজ্জা-রণিতা পাঁজা এবং lakme team
আলোকচিত্ৰকর- রণিত
যোগাযোগ নং -90079 18795 /70765 98309