নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :সারা বছর osf বিভিন্ন কাজ দর্শকদের উপহার দেয়, শর্টফিল্ম, টেলিফিল্ম, গানের অ্যালবাম, ফটোশুট, ফ্যাশন শো, অ্যাওয়ার্ড শো, চলচ্চিত্র উৎসব। বছর শেষের আগে সম্পূর্ণ পারিবারিক অন্য স্বাদের গল্প নিয়ে খড়দহ কান্তিদেবী পান্ডের বাড়িতে ‘মিত্র বাড়ি’র শুটিং হলো।নতুন বছরে চমক নিয়ে আসতে চলেছে OSF । টিভির পর্দায় osf প্রযোজিত ধারাবাহিক আসবে খুব শীঘ্রই।’মিত্র বাড়ি’ টেলিফিল্ম-এর কাহিনী,চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শ্রী দাস। চিত্রগ্রহণ-চন্দন দেবনাথ। মেকআপ -সুপ্রভা।সৃজনশীল পরিচালনায়-সুদীপ নাগ ও প্রলয় সেনগুপ্ত। সম্পাদনা বিশাল বিশ্বাস। অভিনয়ে মানিক সিংহ,বিজলি সরকার,সুজিত, সুজয় পান্ডে,সবুজ,চন্দনা রায়, তাথৈ, মৌ, অভিষেক, পারমিতা