Published by News Bharat 24 hrs 🎬 —————————————————————– 🔥 ~ধ্রুপদী কথাকাব্য~ এখান এখানে কিছু পৃষ্ঠার আদর-কদর “— এ সুধাস্বর আলোকিত *** চাঁদ ওঠা নিচু ডোবার মধ্যে সাঁকো ভাঙার গদ্য প্রহরসেখানে চোখ বন্ধ নীরব সত্যরা কাল থেকে মহাভয়-শঙ্কায়স্তম্ভিত রাত্রি যাপন করতে করতে দ্বিমুখী দৃষ্টির প্রত্যন্ত কথা পাতকরে !এই উষালোক জুড়ে একরোখা নষ্ট মেঘ চলেছিল নির্বাসন নিতে,উপোস ভেঙে উঠে আসা কিছু কালের আধপচা কঙ্কাল কবিতারসহজ ব্যাখ্যা চেয়ে ছিল নির্লিপ্ত সিগারেটের কাছে ;তারপর থেকে বাতাস কথোপকথনে হিজিবিজি দেহজ স্বপ্ন ডেকেনেয় অন্য কোন নির্জনতা !! 🔥 ~প্রেম থেকে ঘুরে আসার পর~ প্রায়ই আমাদের কথাগুলো নষ্ট হচ্ছেসেই কারণেইকতোবার ওষ্ঠ সখ্যতায় বলি ভা-লো-বা-সি *****ঢাক ~ ঢোল পিটিয়ে নির্দিষ্ট রাস্তার পেছনে এলে, কবিতাটা হঠাৎভিরের ভেতর থেকে বলে ওঠে সম্বল হারানোর গল্প !কোথাকার পাপ পুণ্যের বালাই নিয়ে নেচে নেচে গেয়ে ওঠেঅন্ধকার রাতের ঠুনকো ঝি-ঝি, —কবিদের পাশাপাশি তিনিও নিয়মিত চলেন মধ্যপ্রাচ্যের ভেতরএরপর পুরোনো চিঠিতে চুম্বন চুম্বন গন্ধ স্পষ্ট দেখা দেয় —মলাট গর্ভে কথা হেঁটে চলে কতশত হাজার বছর !শেষ পর্যন্ত পদ্মপাতায় শামুক হয়ে ঢেকে নেয় একখণ্ড স্বপ্ন 🔥 ~কবিতা না হয়ে ওঠার কথা~ নেপথ্যে আমি কিন্তু পুষে রাখি দুঃসহ জ্বালাপ্রাচীন দহনে তিড়তিড় কাঁপে সমর্পণ করা সমস্ত কিছু, —উল্টো বাতাসে কবিতার তেষ্টা নিয়ে রাত পার করে নরকের কীটকেউ কেউ আবার বুকের মধ্যে রুইয়ে দেয় এক মুঠো অভিশাপ !কিছু কিছু ক্ষেত্রে অলৌকিক কিছু তারা ফোটেমন খারাপের দিন দহনলোভা দোলনায় দুলে ওঠে স্মৃতিভ্রষ্ট চাঁদকী জানি কী ভাবে ব্যাথার মধ্যে ডুবে যায় জননীর হৃদয়স্পন্দনআজ অতলান্তে চুপ করে বসে থাকার অভ্যাস করছি, —তবুও অন্যের সাথে পথ চলে গেছে একশোটা সিঁড়ি টোপকেঅদূরে দলছুট চেহারা নিয়ে সুবর্ণরেখার পাশে স্তব্ধ অনিয়ম ! 🔥 ~প্রতিবিম্ব দেখি , শরীর দেখিনা ~ সমতল ভূমি গুহাচিত্রে অপরিণত কান্নার ছাপকতবার এই চোখে ছুঁয়েছি শরীর, — জ্বরের গরল জ্বলে নীল সাদাঘুমন্ত – ঘুমের ঘোরে অপার্থিব গুজবের ক্যানভাসে !সব লেখাই যে খ্যাতিহীন অন্য দিকে চলে গেছে ,শেষ বৃষ্টিতে উপচিয়ে পড়ে নাবালক মনন, — কবেকার ভালোবাসা ঈশ্বর স্বপ্নে বিভোর, অথচ প্রণয় জ্বালায় পুড়ে ছাই হয়ে গেছেরাস্তার সমস্ত আঁকাবাঁকা নিয়ম ~ অনিয়ম !গুপ্ত পদার্থ ঢেলে শতদল হেসে বলে চিহ্নিত করা সহবাস কথাপাশাপাশি তিনিও ছিলেন ভাঙা-গড়া সর্বনাশ নিয়ে, — এইসব কথায় কাছাকাছি আসে আদ্যিকালের আদিখ্যেতা ;তবুও তো বৃষ্টির মধ্যে ভেজে প্রাচীন কান্নার চোখ !! 💔 স-মা-প্ত 💔____________________________________________