
স্থানীয় মানুষজন তাজ্জব! এক ছাগল জন্ম দিল প্রায় মানুষের মতো দেখতে এক শাবক! ঘটনাটি ঘটেছে অসমের চাচর জেলার গঙ্গাপুর গ্রামে। দেখা গিয়েছে ছাগশিশুটির চোখ নাক মুখ অনেকটাই মানবশিশুর মতো দেখতে।কিন্তু অবশ্যই দুর্ভাগ্যজনকভাবে শিশুটি অস্বাভাবিক হওয়ার জন্য তার মৃত্যু হয় জন্মের পরেই। তবে এই সব ব্যতিক্রমী ঘটনা হয়তো প্রাণিবিদ্য়া চর্চার নতুন দিগন্তও খুলে দিতে পারে। শাবকটির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার কিছু বাধা থাকলেও, মা-ছাগলকে নিয়ে পরীক্ষার অবকাশ থাকছেই। আর সেটা করা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তাও চলছে।