নিজস্ব সংবাদদাতা সম্পা :অভিষেক দত্তের নিজের লেখা গল্প, শুভ মল্লিক পরিচালিত প্রথম ছবি “জোড়াতার” ২৩ আগস্ট মুক্তি পেতে চলেছে। সমাজের মাঝে এক নতুন বার্তা, নতুন সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এক নতুন গল্প নিয়ে অভিষেক দত্ত এবং তাঁর টিম সম্পূর্ণরূপে কাজ করেছে ।
অভিনয় করেছেন রুপা নন্দী , রাজদ্বীপ ছেত্রী , তুহিন পাত্র, রিম পাল, সুদীপ জোসেফ সরদার , দীপ্ত মল্লিক এবং অভিষেক দত্ত । এখানে দেবরুপম করণের লেখা এবং কৌস্তভ চক্রবর্তীর গলায় অসাধারণ একটি গান এই সিনেমাতে রয়েছে। সিনেমাটোগ্রাফি এবং এডিটিং করেছেন সব্যসাচী বর্ধন । সাজসজ্জা এবং পোশাক ইপ্সিতা আড়ৎদার । অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট আরো নতুন নতুন চমক নিয়ে আসতে চলেছে সামনে, নতুন বাংলা ছবি “জোড়াতার” দেখুন এবং বাংলা সিনেমার পাশে থাকুন।