নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :সাতজন নির্বাচিত মডেল নিয়ে শুট অনুষ্ঠিত হয়েছিল, এই শুটে অংশগ্রহণ করেছিল রূপা নন্দী, তুহিন পাত্র, করবী সাহা, শুভ্রা সাঁতরা, অহনা বসু,প্রশান্ত রুইদাস এবং অভিষেক দত্ত|ক্যামেরার দায়িত্বে ছিল রনিত কর্মকার | সাজসজ্জা এবং স্টাইলিং এর দায়িত্বে ছিল ইপ্সিতা আড়ৎদার এবং স্বরূপ সিনহা | পোশাকের দায়িত্বে ছিলেন দেবাশীষ মন্ডল । অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট-এর কর্ণধার অভিষেক দত্ত’র তত্ত্বাবধানে এবং রূপা নন্দীর সহযোগিতায় সমস্ত শুটটি সম্পন্ন হল। একান্নবর্তী পরিবার কনসেপ্টে বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর থিমের উপর পুরো শুট করা হলো খুব তাড়াতাড়ি তার ফটো এবং ভিডিও দর্শকের সামনে আসতে চলেছে । নবাগত মডেল এবং অভিনয়ে ইচ্ছুক শিল্পীরা কাজ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন ৮৯১০৮৯৬৮৫৯ এই নাম্বারে.