নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বাইগাছির পর অশোকনগরে আরও এক জায়গায় তেল ও তরল গ্যাসের সন্ধ্যান পাওয়ার সম্ভাবনা দেখছে ওএনজিসি । সেই কারণে ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকায় প্রায় 15 বিঘা জমিতে খনন প্রক্রিয়া চালু করার পরিকল্পনা রয়েছে তাদের । যার প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ স্থানীয়দের আশা, এখানে পেট্রো রসায়ন শিল্প হলে কর্মসংস্থান বাড়বে ৷ ফলে আসায় বুক বাঁধছেন তাঁরা ৷কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এসে উদ্বোধনের পর অশোকনগর পৌরসভার বাইগাছি এলাকায় গ্যাস ও তেল (Ashoknagar Oil Field) উত্তালনের কাজ শুরু হয়েছে ৷ ওএনজিসি’র আধিকারিকদের অনুমান, অশোকনগর এলাকায় আরও প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান মিলতে পারে । এলাকার বিভিন্ন এলাকায় এর অনুসন্ধান চালিয়ে প্রাথমিক পর্যায়ে সাফল্যও মিলেছে । ইতিমধ্যেই ভুরকুন্ডা পঞ্চায়েতের দৌলতপুর এলাকার বাসিন্দাদের কাছ থেকে জমি নিয়েছে ওএনজিসি । সেখানে মাটি খননের কাজও শুরু হয়েছে ৷ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ বলেন, “ওএনজিসি থেকে বলছে দৌলতপুরেও প্রাকৃতিক তেল ও গ্যাসের আছে । এক মাস ধরে 15 বিঘা জমির উপর কাজ শুরু হয়েছে । আগামী দিনে এখানে তেল বা গ্যাস পাওয়া গেলে অশোকনগর-সহ বিভিন্ন জায়গার মানুষের কর্মসংস্থান হবে । এটা আমাদের গর্বের ।” এই প্রকল্পে কর্মরত ঠিক শ্রমিক শংকর দাস জানিয়েছেন, প্রায় দেড়শো জন শ্রমিক মিলে মাটি কাটার কাজ করছেন । ওএনজিসি কর্মীদের জন্য ঘর তৈরির কাজ চলছে।