আজ ২৩ শে সেপ্টেম্বর, SSB ৬৩ বাহিনী বারাসাত দ্বারা “আজাদী কা অমৃত মহোৎসব” উপলক্ষে “মেরি মাটি মেরি দেশ” অনুষ্ঠান উদযাপিত করা হয় উত্তর ২৪ পরগনার নৈহাটির গরিফায় অর্জুন স্মৃতি সংঘের উদ্যোগে। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা পরিচালিত নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে সারা দেশের ন্যায় নেহেরু যুব কেন্দ্র সংগঠন(বারাসাত)এ স্বাধীনতা দিবসের আগে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় দেশের শহিদ বীর ও বীরাঙ্গনাদের সম্মান প্রদর্শন করা হয় ও ‘অমৃত কলশ যাত্রা’-র শুরু হয় । দেশের বিভিন্ন থেকে প্রান্ত মাটি এবং গাছ নিয়ে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে ‘অমৃত কলশ যাত্রা’। আজকের অনুষ্ঠানে সকলে মাটি হাতে নিয়ে একটা “পাঁচ প্রাণ” শপথ নেওয়া হয় তাছাড়াও সংস্কৃত অনুষ্ঠান, দেশভক্তি গান,karate এবং একটি “কলসি যাত্রা” করা হয়। মূলতঃ “অমৃত কলসি যাত্রার” মাধ্যমে দেশের বিভিন্ন গ্রাম এবং শহর থেকে কলসিতে মাটি সংগ্রহ করে দেশের জন্যে বলিদান দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের সম্মানে আমাদের দেশের রাজধানী নুতন দিল্লীতে”অমৃত ভাটিকা” নির্মাণ করা হবে।