নিজস্ব প্রতিনিধি(দেবলীনা): আম আদমি পার্টি আজই কলকাতায় পদার্পণ করবে। রীতিমতো মিছিল করেই বাংলার খুঁটি গাড়ার পথে তারা। এদিকে তার আগেই আম আদমি পার্টির বিরুদ্ধে উলটো সুর গাইতে দেখা গেল তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।শনিবার তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত সতর্ক ভাবেই তিনি এড়িয়ে যান আম আদমি পার্টির নাম।বরং তিনি কংগ্রেসকে ঠুকে এদিন বলেন, কংগ্রেসের যে আর লড়াই করার ক্ষমতা নেই তা তো প্রমাণ হয়েছে।আর বিজেপিকে রুখতে যে একমাত্র ভরসা মমতাই তাও প্রমাণ হয়েছে একুশের বিধানসভা নির্বাচনে। এখন সব আঞ্চলিক রাজনৈতিক দলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তাঁকে বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য শক্তি যোগানো।আম আদমি পার্টির তরফে তাঁর এহেন বক্তব্যের বিরোধীতা অবশ্য করা হয়েছে। এই প্রসঙ্গে আপের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সঞ্জয় বসুর দাবি, উনি ওঁর দলের কথা বলেছেন। আমরা আমাদের দলের কথা বলব। মানুষ গ্রহণ করলে আমরা বাংলায় থাকব।না গ্রহণ করলে থাকব না। পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির বিরুদ্ধে মাত্র ৪৮% ভোটই পেয়েছিল তৃণমূল। আমরা পাঞ্জাবে পেয়েছি ৫১% ভোট। তাই একথা মনে রাখা উচিত যে বাংলার অধিকাংশ মানুষই তৃণমূলের বিপক্ষে।