উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের বেঙ্গল টু বেঙ্গল রাস্তায় বেহাল দশা ,বালি পাথর গাড়িতে ধুলো বালিতে অতিষ্ট গ্ৰাম বাসী থেকে স্কুল ছাত্রছাত্রীরা সকলেই, জানা যায় জাতীয় সড়ক সম্প্রসারণ জন্য ডাম্পার বোঝাই করে প্রতিদিন রসাখোয়া থেকে বোতলবাড়ি রাস্তা দিয়ে মাটি, বালি আনা হয়, রাস্তায় নেই জল দেওয়ার ব্যবস্থা, এতেই বিপাকে পড়ছে সাধারণ পথ চলতি মানুষ থেকে পড়ুয়ারা, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে, রাঘবপুর হাইস্কুলে এবছর পরীক্ষা কেন্দ্র সাবধান হাইস্কুল থেকে ছাত্রীরা আসছেন এই রাঘবপুর হাইস্কুলে, ধূলো বালির মধ্য দিয়েই, ভিখন পুর, রাঘবপুর হাইস্কুলে থেকে পরীক্ষা দিতে আসছেন আলতাপুর হাইস্কুলে, ধুলো বালি মেখে চোখে ডুকে অনেকের অসুবিধা হচ্ছে, এলাকাবাসীর দাবি অনেকদিন বলেছেন, ডাম্পার চালকদের তবে তারা কোনো কথা শোনেনি বলে অভিযোগ করেছেন।