‘নিজস্ব প্রতিনিধি(রজত রায়):ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।দলকে আবার বিড়ম্বনায় ফেলে দিলেন কুণাল। বললেন, ‘আইকোর মডেলকে যিনি তুলে ধরেছিলেন, তিনি আজ রাজ্যের মন্ত্রী। তিনিই তখন আমাকে পাগল বলেছিলেন। আর এখন ঘুরে বেড়াচ্ছেন। তাঁকে ঘাড় ধরে জেলে ঢোকানো উচিত।’সোমবার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন কুণাল। এমনকি হাজিরার সময় কেঁদেও ফেলেন। কুণাল এও বলেছেন, ‘এখন তো প্রভাবশালীদের চিকিত্সা হয় উডবার্ন ওয়ার্ডে। কিন্তু জেলে থাকা অবস্থায় আমার দাঁতের যন্ত্রণার চিকিত্সা হয়নি। এখন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড আর অসুস্থদের চিকিত্সাস্থল নয়, কয়েদিদের আশ্রয়স্থল।’কোন মন্ত্রীকে ইঙ্গিত করে এই মন্তব্য কুণালের? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে গত কয়েকদিন ধরেই মন্ত্রীসভার কয়েকজন সদস্যের সঙ্গে বাগ্যুদ্ধ চলছে কুণালের। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে বল ঠেলে দিয়েছেন। কুণালের এই মন্তব্যের পাল্টা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। রবিবার ফেসবুক লাইভ করে ফিরহাদকে পাল্টা দেন কুণালও। তবে উডবার্ন ওয়ার্ড নিয়ে কুণালের বক্তব্যের তির যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে, তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।