একটু হলেও ব্যতিক্রমী – শীতের ঠান্ডায় গঙ্গা বক্ষে সাই ভজন সন্ধ্যার আয়োজন করেছিল ডিজিটাল সংবাদ মাধ্যম দিশা শক্তি নিউজ। শীতের কামড় যখন বাড়ছে শহর কিংবা রাজ্য জুড়ে , তখন গঙ্গা বক্ষে শিরডি সাইবাবার ভজন যেন এক অন্য মাত্রা যোগ করল। বিকেল থেকেই মিলিনিয়াম পার্ক সংলগ্ন গঙ্গার ঘাটে ভিড় জমাতে থাকেন এদিনের অনুষ্ঠানে আসা বাবার ভক্তরা। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতার মেয়র পারিষদ তারক সিং। তাঁর হাত দিয়ে বাবার আরতি করিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সঙ্গে আরতি করেন এদিনের অনুষ্ঠানে আসা কলকাতার জনপ্রিয় ভজন সংগীত শিল্পী তুহিন মুখার্জী। এরপর শুরু হয় বাবার গান – নাম – আরতি। গঙ্গা বক্ষে গঙ্গার আরতি লঞ্চের মধ্যে থেকে করেন সাই ভক্ত প্রবীণ নাগরিক তপতী নাথ। এদিনের অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন দিশা শক্তি নিউজ – এর তরফে মিষ্টি মিতালী। প্রবাসী বাঙালি হয়েও বাংলা কিংবা কলকাতায় এসে সাইবাবার ভজন করা তাঁর লক্ষ্য ছিল , সেই লক্ষ্য এদিন বাস্তব আকার ধারণ করে , বললেন অনুষ্ঠানের মূল উদ্দ্যোক্তা মিষ্টি মিতালী। গঙ্গা বক্ষে এইধরণের অনুষ্ঠান সত্যি খুব ব্যতিক্রমী ভাবনা , বললেন সংগীত শিল্পী তুহিন মুখার্জী। আগামীদিনে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন এদিনের অনুষ্ঠানে আসা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং। তুহিন মুখার্জীর গান ভক্তদের মন ছুঁয়ে যায়। সন্ধ্যা যত বাড়তে থাকেই , ততই যেন এদিনের অনুষ্ঠান রঙিন হয়ে উঠেছিল। বাবার গানে নাচ করলেন কলকতার বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তরা। সব শেষে হয় গোপালের উদ্দেশ্যে কেক কাটা। গান – নাচে জমজমাট হয়ে উঠেছিল এদিনের সাই ভজন সন্ধ্যা।