নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :মহাআড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘মধুগড় গনেশ পূজা কমিটি’র গণেশ পূজা। পুজোর সাথে সাথে ছিলো প্যান্ডেল, লাইটিং,পুজোর ভোগ বিতরণ,অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ঠাকুর ভাসানের মধ্যে দিয়ে চারদিন প্রযন্ত মহা ধুমধাম করে গণেশ পুজো কাটিয়েছেন এলাকার সকলে। প্রত্যেক বছর এলাকার সবাই এই পুজোর অপেক্ষায় থাকে।
১২ তম বর্ষে এবারের সিদ্ধিদাতা দীর্ঘ উচ্চতার সাথে নিপুন শৈল্পিক দক্ষতা দর্শণার্থীদের নজর কেড়েছেন দর্শণার্থীদের ।৬ই সেপ্টেম্বর প্রাক্তন পৌরপ্রধান প্রবীর পাল গনেশ পুজোর উদ্বোধন করেন।
৭ই সেপ্টেম্বর গনেশ চতুর্থীতে এলাকার এলাকার সকলে অঞ্জলি দিয়ে, প্রসাদ বিতরণ করে পুজো পালন করেন।
৮ই সেপ্টেম্বর ভোগ বিতরণ হয়।
পরিচালনায় :’মধুগড় গনেশ পূজা কমিটি’
প্রধান উপদেষ্টা :প্রবীর পাল
প্রধান পৃষ্ঠপোষক :পৌরপ্রতিনিধি তন্দ্রা সরকার
আহব্বায়ক:সুবীর দাস (বাবু )
প্রতিমা শিল্পী:সুকান্ত পাল
মুখ্য ব্যবস্থাপনায় : শুভজিৎ রায়, শুভ পাল, বুবাই দাস, বাবু যাদব, সন্তোষ নন্দী,
সহযোগিতায় :মনোজ, বান্টি, টিঙ্কু, অর্নিক, বিট্টু, গুড্ডু, বাপি, বাবুনি, রাধে, গদাই, ঋজু, রানা।
পূজা ব্যবস্থাপনায় :কাকলি দাস,রিয়া, জয়শ্রী, ফাল্গুনী, তমালিকা দাস, কাকলি, সরস্বতী দাস, গীতা মন্ডল, জলি সর্বাধীকারী।