নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :২২শে সেপ্টেম্বর “ভিক্স ভেন্চার প্রোডাকশন” আয়োজিত টলিস্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে।
১০ই অগষ্ট আওয়ার্ডের নমিনেশন পর্ব শুরু হয়েছিল, ছিলেন জুরি সদস্য অভিনেত্রী, পরিচালক তথা লেখক সুদেষ্ণা রায়, অভিনেতা অভিজিৎ গুহ (রানা) এবং পরিচালক অয়ন সেনগুপ্ত।
শারদ অনন্য সম্মানের শো ডিরেক্টর এবং প্রধান উদ্যোগতা সৌভিক মান্না জানান, জুরিদের বিচারে বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক,অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পী যাঁরা তাদের কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হবে শ্রেষ্টত্বের সম্মান।কারা পাবেন এ পুরষ্কার,জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।
“ভিক্স ভেন্চার প্রোডাক্সন আয়োজন” করছেন এবার পুজো হোক সবার।ঠিক পুজোর আগে বাংলার বেশ কিছু অনাথ শিশুদের পুজো সুন্দর করে তোলার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন সৌভিক মান্না। তাঁর এই সৎ উদ্যোগের চুড়ান্ত সাফল্য কামনা করি। যোগাযোগ -৬২৯৬৭০৮২৯৪