HomeCountryএসএসসির গ্রুপ-ডি পদে নিয়োগে বড়সর দুর্নীতি থাকায় ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের

এসএসসির গ্রুপ-ডি পদে নিয়োগে বড়সর দুর্নীতি থাকায় ৫৭৩ জনকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের

spot_img
- Advertisement -

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): নিয়োগ নিয়ে ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার। এসএসসি গ্রুপ ডি নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। নির্দেশ দিতে গিয়ে এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট আর এহেন অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে এতদিন তাঁদের যে বেতন দেওয়া হয়েছে, তাও ফেরানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আজ বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এহেন নির্দেশ আদালতের। আর এহেন নির্দেশ অবশ্যই রাজ্যের কাছে বড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।উল্লেখ্য, এসএসসি গ্রুপ-ডি কর্মী নিয়োগে ‘দুর্নীতি’-র অভিযোগের বিষয়ে অনুসন্ধানে সময় চেয়েছিল কমিটি। অনুসন্ধান শেষ করতে আরও সময় চেয়েছিল আদালত নিযুক্ত কমিটি।এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট । যদিও নির্ধারিত সময়ের থেকে আরও কিছুটা সময় চেয়েছিল কমিটি।গত ডিসেম্বরে গ্রুপ ডি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে দেয় হাইকোর্ট । বিচারপতি হরিশ টন্ডন, রবীন্দ্রনাথ সামন্তর বেঞ্চ এই নির্দেশ খারিজ করে বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করে ডিভিশন বেঞ্চ।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments