“ওম স্বস্তি ফিল্মস” প্রযোজিত ও শ্রী দাস পরিচালিত বাংলা টেলিফিল্ম “মোহ ” এর শুটিং শুরু হল উত্তর চব্বিশ পরগনার খড়দহসহ বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলে।এই শুটিং-এ এক ঝাঁক নতুন মুখ দেখা যাবে এবং তাদের প্রত্যেককেই বিশেষ ভূমিকায় দেখা যাবে।
অভিনয় করছেন অভিনেতা মানিক সিংহ, রূপা নন্দী, রৌনক মজুমদার , সুজয় ,তুহিন, চন্দন দিন্দা, উষা মন্ডল এবং শুভজিৎ বোস। চিত্রগ্রহণ -অমিত মুখার্জি ,সম্পাদনা- বিশাল বিশ্বাস , মেকআপ- তারা।পরিচালক জানালেন চলচ্চিত্র জগত ও ফ্যাশন দুনিয়াতে বাস্তবে যা ঘটছে তাই তুলে ধরেছেন। পরিচালক খুব শিগগিরই ছবিটি টেলিভিশনের পর্দায় মুক্তি পাবে বলে জানালেন।