গতকাল অর্থাৎ সোমবার রাত প্রায় 8 টা নাগাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা বাজেয়াপ্ত করেন প্রায় 8 লক্ষ টাকা। পুলিশ সূত্রের খবর, পুলিশ আধিকারিকরা গোপন সূত্রের খবর পেয়ে, এক সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত (7C Clive Row) এলাকা থেকে। এরপর ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে, হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকেরা পৌঁছান ওই ব্যক্তির ক্যানিং স্ট্রিটের অফিসে। সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেন :- ভারতীয় মুদ্রার অনুসারে নগদ ২,৪৫,০০০/- টাকা এবং US Dollar ৩,০০০।
যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম :- সঞ্জয় কুমার যাদব, বয়স ২৫ বছর। হাওড়ার বাসিন্দা।
*গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। কলকাতায় লোকসভা নির্বাচনের আগে কোথা থেকে লক্ষ লক্ষ টাকা এল, শুধু তাই নয় বৈদেশিক মুদ্রা কিভাবে এলো সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ…*