নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): স্বপ্নের নীড়কে সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন ভিক্যাট। ব্যালকনিতে বসে সমুদ্র দেখার জন্য নিজের জন্য বিশেষ জায়গাও বানিয়ে নিয়েছেন অভিনেত্রী।সম্প্রতি ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মঙ্গলসূত্র পরা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। ‘হোম সুইট হোম’… লিখে নতুন বাড়ির কাউচে বসে লাইট ব্রাউন কার্ডিগ্যানে ক্যাটের এই ছবি এখন ভাইরাল!তবে, ক্যাটরিনার শেয়ার করা ছবিতে তাঁদের নতুন বাড়ির অন্দরসজ্জা যেমন সকলের নজর কেড়েছে, তেমনই চোখে পড়ছে মঙ্গলসূত্রও।