বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
তিনতলার কার্নিশে দাঁড়িয়ে কাজ করার সময় বেসামাল হয়ে নীচে পড়ে যান PWD-র এক কর্মী। গুরুতর জখম অবস্থায় বারাসাতের একটি নার্সিংহোমে ভর্তি করা হলে দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায়।
কথায় বলে বিধির লিখন খন্ডাবে কে? কয়েকদিনের এক টানা বৃষ্টিতে বাড়ির দেওয়ালে লাগানো পাইপ দিয়ে ঘরে জল ঢুকে যাওয়ায় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপার বিডিও অফিস পাড়া এলাকার বাসিন্দা একজন PWD-র কর্মী, সিমেন্ট বালি কিনে এনে বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না বলে নিজেই তিন তলার ছাদের কার্নিশে উঠেছিলেন সমস্যার সমাধান করতে। সেখান থেকে হঠাৎই বেসামাল হয়ে পাঁচিলের পাশে তিনি পড়ে যান। স্থানীয়রা তড়িঘড়ি করে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসাতের একটি নার্সিংহোমে নিয়ে গেলে সাথে সাথে শুরু হয় তাঁর চিকিৎসা। দীর্ঘ সময় লড়াই করে শেষমেষ শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম লক্ষীকান্ত ঘোষ (৫৯)। তিনি বারাসাতের PWD-তে কর্মরত ছিলেন, আরো দশ মাস তাঁর চাকরির মেয়াদও ছিল। শনিবার রাতে বাদুড়িয়ার একটি শ্মশানে লক্ষীকান্ত বাবুর শেষকৃত্য সম্পন্ন হয় বলেই সূত্রে খবর।
পরিবার সূত্রে জানা যায় দেড় মাস পর তাঁর একমাত্র মেয়ের বিয়ে নিয়ে তোড়জোড় চলছিল সংসারে। তারই মাঝে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার একেবারে শোকোস্তব্ধ হয়ে যায়।