হাওড়ার জননেতা তথা পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দফতরের মন্ত্রী অরূপ রায়ের নির্দেশে আজ হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত উওরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল সংগঠনিত হল।উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ রায়। এছাড়াও হাওড়ার ৪২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ রাও এক প্রতিবাদ মিছিল বের করেন।শুধু তাই নয় মধ্যহাওড়া সহ হাওড়ার বিভিন্ন জায়গায় তৃণমূলকংগ্রেসের পক্ষথেকে প্রতিবাদমিছিল সংগঠিত হয়।।*