HomeNewsগতকাল বালুরঘাট পুরসভার বোর্ড গঠনের পর বুধবার দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর পুরসভার...

গতকাল বালুরঘাট পুরসভার বোর্ড গঠনের পর বুধবার দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর পুরসভার জয়ী তৃনমুল দলের কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠানের পাশাপাশি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিগত বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত মিত্র

spot_img
- Advertisement -
https://youtu.be/oOM0qA4zc0A

গংগারামপুর ঃ গতকাল বালুরঘাট পুরসভার বোর্ড গঠনের পর বুধবার দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর পুরসভার জয়ী তৃনমুল দলের কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠানের পাশাপাশি চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন বিগত বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত মিত্র। ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জয়ন্ত দাস।দক্ষিন দিনাজপুর জেলার দুটি পুরসভা বালুরঘাট ও গংগারামপুরে ভোট হয়। দুটি বোর্ড এবার ও পুনরায় দখল নেয় তৃনমুল দল। বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে যেমন ২৩ টি ওয়ার্ডে জয়ী হয়ে বোর্ড গঠন করে তৃনমুল দল। সেখানে গংগারামপুর পুরসভার ১৮ টি ওয়ার্ডই নিজেদের দখলে রেখে পুনরায় নিজেদের বোর্ড গঠন করতে সক্ষম হলো তৃনমুল দল।চেয়ারম্যান হিসেবে শপথ নেবার পর প্রশান্ত মিত্র জানান তারা গংগারামপুর বাসিকে উন্নতর পুর পরিষেবা দেবার ব্যাপরে বদ্ধ পরিকর। আজকের এই শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে গংগারামপুরবাসির মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল দেখবার মত।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments