জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত পৌরসভার পূর্বপাড়ের ১১ নং ওয়ার্ডে প্রাক্তন মন্ত্রী তথা বিধান সভার বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় এর উদ্যোগে এবং জঙ্গিপুর বিধানসভার সাংগঠনিক পরিচালক মুর্শিদাবাদ১১নং জেলা পরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবী মন্টু রহমান মহাশয় এর নেতৃত্বে জে.এস.সেবা সমিতির পক্ষ হইতে গরিব অসহায় দুঃস্থ দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয় ।অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি শিক্ষা অনুরাগী সকলের প্রিয় মন্টু রহমান মহাশয় কে সম্বর্ধনা জানানো হয় । এছাড়াও সভায় উপস্থিত ছিলেন – ১// টাউন সভাপতি- ফিরোজ সেখ২/ মহিলা টাউন সভানেত্রী নিবেদিতা সিংহ৪/ কো-অর্ডিনেটর আবেদা সুলতানা৫/ ওয়ার্ড সভাপতি আজাদ সেখ সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।