জলপাইগুড়ি ঃ- গোপনসুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি ৩১ডি জাতীয় শড়কে অভিযান চালিয়ে প্রায় ৫০লক্ষটাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো শিলিগুড়ি STF এবং কোতোয়ালি থানার পুলিশ৷ বৃহস্পতিবার গভীররাতে শিলিগুড়ি শটফ এর কাছে একটি খবর আসে জলপাইগুড়ি জাতীয় শড়ক দিয়ে প্রচুর পরিমানে মাদক ইয়াবা ট্যাবলেট পাচার করা হচ্ছে। সেই মত অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকটির ভেতরে একটি গোপন চেম্বার থেকে মোট ৭০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে STF আধিকারিকরা৷ সুত্রের খবর আসাম থেকে কোলকাতা যাচ্ছিল এই মাদক ট্যাবলেট গুলি। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক ও খালাসিকে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য আনুমানিক ৫০লক্ষটাকা৷ শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ধৃত চালক ও খালাসিকে