বালুরঘাট ঃ গোপন সুত্রে খবর পেয়ে বালুরঘাট থানার নকশা গ্রামের এক পুকুর পারে হানা দিয়ে পাচারের আগেই পাচ কোটি টাকা মুল্যের প্রাচীন কষ্টি পাথরের বিষনু মুর্তি আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী। ঘটনায় এলাকায় চঞ্চল্য।
বালুরঘাট শহর লাগোয়া ভারত- বাংলাদেশ এর সীমান্তবর্তি গ্রাম চক্রাম বর্ডার আউট পোস্টে প্রহারারত ১৩৭ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী সুত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টা নাগাদ তাদের নিজস্ব অনুসন্ধান বিভাগ গোপন সুত্রে খবর পায় চক্রাম এলাকার নকশা গ্রামের একটি পুকুর পারে ঝোপের মধ্যে বাশ ঝাড়ের থোপের মধ্যে একটি প্রাচীন মুর্তি পাচারের জন্য লুকিয়ে রাখা আছে। সেই খবর পাওয়া মাত সীমান্ত রক্ষী বাহিনীর এক অফিসার জওয়ানদের ও অনুসন্ধান বিভাগের লোকজন নিয়ে নকশা গ্রামে হানা দেয়।
নকশা গ্রামে ঢুকে সেই পুকুর খুজে পেতে বের করে তার আসপাশ এলাকা ওই মুর্তির খোজে জোর তল্লাশি চালাতে শুরু করে জওয়ান ও অনুসন্ধান বিভাগের লোকজনেরা। খুজতে খুজতে একসময় এক ঘন জংগলে ঢাকা বাশের ঝোপের মধ্যে প্ল্যাস্টিক বস্তায় মোড়া কষ্টি পাথরের মুর্তিটি উদ্ধার করতে সক্ষম হয়। সেখান থেকে মুর্তিটি আটক করে চক্রামের সীমান্ত রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে এসে রাখা হয়।
প্রাচীন এই কষ্টি পাথরের মুর্তিটি প্ল্যাস্টিকের বস্তার মোড়ক খুলে পরিষ্কার করার পর মুর্তিটি যে বিষনু মুর্তি বলে চিনহিত করা হয়। জানা গেছে এরপরেই সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জে সুপারিনটেনডিং , আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল (মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ) আর্কিওলজিস্ট এর সাথে টেলিফোনে যোগাযোগ করা হয়। এর পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী সুত্রে আরো জানা গেছে প্রাচীন কালো পাথরের ২.৫ ফুট উচ্চতার মূর্তি টি বিষনুর। মুর্তি টির প্রস্থ ৩৩.৫৫সেমি। প্রাচীন কালো পাথরের মূর্তির ওজন৩১.৯৫৫; কেজি
সুপারিনটেনডিং , আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল (মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ) আর্কিওলজিস্ট মুর্তিটির ছবি দেখে জানিয়েছেন বিষনু মুর্তির প্রতিমাটি কালো ব্যাসল্ট পাথরের তৈরি এবং এটি নবম-থেকে দশম শতাব্দীর। তিনি আরও নিশ্চিত করেন, প্রতিমাটি পাল স্থপতির তৈরি এবং আন্তর্জাতিক কালোবাজারে প্রতিমার মূল্য প্রায় ৫ কোটি টাকা। প্রাচীন মূর্তিটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ, মুর্শিদাবাদের কাছে হস্তান্তর করা হচ্ছেবলে চক্রাম সীমান্তের ১৩৭ নম্বর সীমান্ত রক্ষী বাহিনী সুত্রে জানা গেছে।
এদিকে স্থানিও সুত্রে জানা গেছে এতদিন সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে প্রাত্যহিক জীবনযাত্রার জিনিষপত্র সহ অনান্য জিনিষ পাচারকারিরা বাংলাদেশে পাচারের চেষ্টা চালালেও সীমান্ত রক্ষীর কড়া নজরদারিতে তা সম্ভব পর হওয়ার ছিল না। তবু ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জিনিষ পত্র চেষ্টা চালায় আবার ধরাও পরে। সম্প্রতী বেশ কিছু জীবনদায়ী অসুধ পাচারের সময় ধরাও পরে।কিন্তু মুর্তি পাচারের চেষ্টা এর আগে এই সীমান্তবর্তী গ্রামে পাচারকারিরা নিয়ে আসার চেষ্টা করেনি। এবার সেই প্রাচীন মুর্তি ধরা পড়ায় এলাকায় চঞ্চল্য ছড়িয়েছে।তেমনি সীমান্ত রক্ষী বাহিনীও তাদের নজরদারী আরও কড়া করেছে বলে গ্রাম সুত্রে জানা গেছে।