জলপাইগুড়ি ঃ- জলপাইগুড়ি রাজগঞ্জে শক্তি স্টিল কারখানায় দুস্কৃতি তান্ডব। রাতের অন্ধকারে ব্যাপক তান্ডব চালানো হয় কারখানায়। ভেঙ্গে দেওয়া হয় কারখানার সমস্ত কাঁচের জানালা। আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ। রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার সিসিটিভি প্রকাশ্যে আনল কারখানা কর্তৃপক্ষ। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মগসুবা গ্রামে বেশ কয়েক বছর হল গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা। কিন্তু গতকাল রাতে কিছু দুষ্কৃতীরা এলাকার শক্তি স্টিল নামক একটি প্লাস্টিকের দরজা জানালার কারখানায় তাণ্ডব চালায়।বড় বড় পাথর দিয়ে কোম্পানীর সমস্ত কাচের জানালা দরজা ভেঙ্গে দেওয়া হয়। ঘটনায় আতঙ্কিত কোম্পানির মালিক সহ এলাকার শ্রমিকরা। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কোম্পানির মালিকের পক্ষ থেকে।এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার সমস্ত কোম্পানির মালিক পক্ষ। এই বিষয়ে মালিক রোহিত কুমার বিন্দল জানায় গতকাল একসাথে বেশ কিছু দুষ্কৃতী এসে কোম্পানিতে তাণ্ডব চালায়, ঘটনার খবর পুলিশকে যাওয়ার পর পুলিশ ছুটে আসা কিছুটা হলেও রক্ষা পায়।এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সমস্ত শিল্পপতিরা।এলাকায় সুরক্ষা নেই বললেই চলে। এই ধরনের পরিস্থিতিতে থাকলে কোম্পানি বন্ধ করতে বাধ্য থাকবে সকলে। এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে তা পুলিশ তদন্ত শুরু করুক।অন্য দিকে এলাকার পঞ্চায়েত সদস্য সুভাষ রায় জানান এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি।আমরা পুলিশ-প্রশাসনের কাছে দাবি রাখবো অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হক