ডেস্ক রিপোর্ট- – – –
জাকের পার্টি গাজীপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির রাজেন্দ্রপুর বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-
জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের পক্ষ থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল দলের দেশ বাঁশি সহ, সকল মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন । সাংবাদিকদের কে ডাঃ জুয়েল কবির আরও বলেন- জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্বওলী, খাজাবাবা, ফরিদপুরী কেবলাজান ছাহেব পাক জবানে ফরমান- বাবা জাকের পার্টি আল্লাহ এবং রাসুলের দল। মূসা আলাইহি ওয়াসালাম এর কিমা স্বরূপ নুহ আলাইহি ওয়াসালাম এর কিস্তি স্বরপ, মহান স্রষ্টা- তামাম পৃথিবীতে লোহার মই টানবেন । স্রষ্টার গজবে পড়িয়া চোখেমুখে অন্ধকার দেখিয়া ভেঙ্গে চুরে জাকের পার্টির পতাকার নিচে আসবে। সেই সময় সন্নিকটে। সমস্ত মহাকাশ গবেষক নাসা থেকে শুরু করে আশঙ্কা করছেন – পৃথিবীর অবস্থা ভালো না, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বযুদ্ধের আশঙ্কা, মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে, দেশে-বিদেশী চক্রান্ত অব্যাহত আছে। তাই সকলকে আহ্বান যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান। আল্লাহর রহমতে চাদরে যদি ঢাকা থাকতে চান। তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই শান্তি তাহলেই মুক্তি বলেন ডাঃ জুয়েল কবির।