নিজস্ব প্রতিনিধি(রজত রায়):তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে যার কারণেই একে অপরের দিকে প্রশ্নবাণ ছুড়ে দেওয়া হচ্ছে।পানিহাটি এবং ঝালদায় কাউন্সিলর খুন হয়েছেন আর এই ঘটনার জন্যই এখন রাজ্য–রাজনীতি উত্তাল। তৃণমূলের তরফে এখনো কোনো ভাবে কথা না বলা হলেও , এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম।অন্যদিকে বিরোধীরা যখন ওয়াকআউট করছেন, তখন তিনি এই খুন নিয়েই দারুণ এক চাঞ্চল্যকর তথ্য দিলেন সর্বসম্মুখে।ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটা প্রথমবার নয়। বারে বারে তৃণমূলদের কর্মীর ওপরে আততায়ীরা হামলা করে যাচ্ছে। কিন্তু এভাবে তৃণমূলকে শেষ করা যাবে না। আমরা রুখে দাঁড়াবোই।এই কাজ যারা করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তদন্ত চলছে। যারা এমন করছে তাদের আমি ধিক্কার জানাই। ইতিমধ্যেই দোষীদের গ্রেপ্তার করার দাবি জানাই।এখানেই শেষ নয় তিনি আরো বলেছেন, ঝাড়খণ্ডের বর্ডার থেকে কন্ট্রাক্ট কিলাররা রাজ্যে প্রবেশ করছে। যা খুবই চিন্তার বিষয়, যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে।আমি ফোনে কথা বলেছি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।এই বিষয় নিয়ে পুলিশকে আরো বেশি সতর্ক থাকতে হবে ও তদন্ত চালিয়ে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তবে এই বিষয়ে রাজনীতির কোনো ছোঁয়া আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? এই বিষয় নিয়ে তদন্ত চেয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।