HomeCountry"ডায়নামিক আর্ট কলেজ" ক্যাম্পাসে পথ চলার শুরু হলো ছোটদের "বাচপান

“ডায়নামিক আর্ট কলেজ” ক্যাম্পাসে পথ চলার শুরু হলো ছোটদের “বাচপান

spot_img
- Advertisement -

ভারতবর্ষের একমাত্র আন্তর্জাতিক প্লে স্কুল ব্যান্ড, “বাচপান” এখন খড়দহে।১৬ই মে কল্যাণ নগর, রহড়া নিকটস্থ “ডায়নামিক আর্ট কলেজ” ক্যাম্পাসে পথ চলার শুরু হলো ছোটদের “বাচপান” প্লে স্কুল। ভারতবর্ষের নতুন এডুকেশন সিস্টেমকে ফলো করে। বাচপান সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রায় ১২ ০০+ স্কুল পরিচালনা করে এস. কে. এডুকেশন গ্রুপ, নিউ দিল্লী। খড়দহে “জিভাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সাথে যৌথভাবে এই স্কুল পরিচালনা করবে। এই স্কুলে প্লে গ্রুপ, নার্সারি, লোয়ার কেজি, আপার কেজি থাকছে। ২ বছর থেকে ৪ বছর বয়স পর্যন্ত বাচ্চারা এই স্কুলে ডিজিটাল এডুকেশন সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করতে পারবে। সম্পূর্ণ এয়ারকন্ডিশন এই স্কুল পড়াশোনার সাথে সাথে শরীর চর্চা, আধুনিক জিম, যোগ ব্যায়াম ও অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করাবে। বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসদের জন্যও এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে। যেসব বাচ্চারা দেরিতে কথা বলে তাদের আধুনিক স্পিস থেরাপির মাধ্যমে এখানে পড়াশোনা করানো হয়। সম্পূর্ণ ইউরোপিয়ান এডুকেশন সিস্টেমকে ফলো করে “বাচপান” সারা ভারতবর্ষে এক নম্বর জায়গা করে নিয়েছে।।১৬ই মে থেকে ৩১শে মে পর্যন্ত ভর্তি হওয়ার ওপরে থাকছে ৩০% ছাড়। স্কুলের নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত দুটো শিফটে পড়ানো হবে। তাহলে এখন সাধ্যের মধ্যে সাধ পূরণ বাচপান খড়দহ

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments