নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ঝড়ের গতিতে বাধা অযোধ্যায় মন্দির নির্মাণকাজ। এখনও যা আবহাওয়ার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে রাম মন্দিরের নিচতলার কাজ। আর আগামী জানুয়ারি হতে এই মন্দিরের। ২২ রাজ্য নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে। সেই দিনই বলে জানা গেছে। যদিও তথ্যর কার্যালয় থেকে এখনও ফলাফল দেওয়া হয়নি।
পিটিকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশীভাবে শ্রীরামভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ ভবনের ভবন নৃপেন্দ্র মিশ্র জনগণ ”ডিসেম্বরের মধ্যে মন্দিরের ভূত নির্মাণ সম্পূর্ণ হবে। নাগরিক সমারোহ হবে ২২ জানুয়ারি। মন্দিরের প্রধান পুরোহিত আচার সত্যেন্দ্র দাস বলেন, ‘১৫ জানুয়ারি থেকে শুরু হবে। যা গতি ২৪ জানুয়ারি পর্যন্ত।’
দীর্ঘ টানা পর বিতর্কিত জমিতে প্রতিবাদের নির্দেশের পর রামমন্দির তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। মন্দিরের বইতে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখাবে শক্তি মন্দিরকে। খাটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি। গর্বের মহাঘরের স্বর্ণখচিত।
২০২৪ সালের নির্বাচনের আগে রামন্দির যুদ্ধের বড় অস্ত্র। এই মন্দিরের লক্ষ্য করেই ভোটের মেরুকরণ করতে চায়। তাই বছর শুরু হতেই এই মন্দিরের চেষ্টা সেরে ফেলতে চাইছে গেরুয়া শিবির। সেইমতো করতেই কাজ এগোচ্ছে। লোকসভা গ্রুপের ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে অনেক জায়গায়।