নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): এবার বিমান চালকের ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাও আবার যে সে বিমান নয়, ভারতীয় বায়ুসেনার অত্যন্ত দক্ষ যুদ্ধবিমান তেজসে চড়ে সর্টি নিলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই দুরন্ত অভিজ্ঞতার কথা নিজেই শেয়ার করেছেন তিনি।
শনিবার বেঙ্গালুর প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেডের কাজ কেমন চলছে এটা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিমানে মোদীর সঙ্গে ছিলেন ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক। সেই অভিজ্ঞতার কথা এবং ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
মোদী লিখেছেন, ‘তেজসে সফল যাত্রা সম্পন্ন করলাম। এই অভিজ্ঞতা আমাকে দারুণ ভাবে সমৃদ্ধ করেছে। দেশবাসীর ক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব এবং আশার আলো এনে দিয়েছে।’’
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছিল, আগামী ফেব্রুয়ারি থেকে তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমান হাতে পাবে বায়ুসেনা। ভারতে তৈরি এই যুদ্ধবিমান বেশ কয়েক ধরনের অস্ত্র নিক্ষেপে সক্ষম হবে। দৃশ্যমানতা ছাড়িয়েও মিসাইল নিক্ষেপ করতে সক্ষ এই নয়া যুদ্ধবিমান। এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, আগামী দিনে ভারতীয় বায়ুসেনার অন্যতম নির্ভরশীল অস্ত্র হয়ে উঠবে এই তেজস যুদ্ধবিমান।
উল্লেখ্য, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকালসের সঙ্গে ৪৮ হাজার কোটি টাকার চুক্তি করেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। মোট ৮৩টি তেজস এমকে-১এ যুদ্ধবিমান কেনার জন্য এই চুক্তি করা হয়েছি। সেই চুক্তির তিন বছরের মাথায় বায়ুসেনার হাতে তেজস যুদ্ধবিমান তুলে দিতে চলেছে হ্যাল।
তেজসের নৌ সংস্করণ ব্যবহার করতে চলেছে ভারতীয় নৌসেনাও। গত অক্টোবরে তেজসের মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছিল বায়ুসেনার হাতে। শনিবার তাতেই সওয়ার হলেন মোদী।