বালুরঘাট ঃ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলা পুলিশ সুপার অফিস এর কনফারেন্স হলে বালুরঘাট আদিবাসী কে এম এস বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়শনিবার দুপুরে। এটি মূলত খারাপ স্পর্শ ভালো স্পর্শ সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।পাশাপাশি বাল্যবিবাহ,শিশু পাচার,সাইবার ক্রাইমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।পাশাপাশি এদিনকন্যাশ্রী ক্লাবের ছাত্রীদেরপুলিশের প্রতি ভীতি দূর করতে বালুরঘাট থানাতেও পরিদর্শনে নিয়ে যাওয়া হবে বলেজানা গেছে পুলিশ মারফত