দার্জিলিং ঃ সি বি আই তদন্ত শুরু হবার পর রাজ্যে বগটুই ঘটনার পেছনে বৃহৎত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী আগেই। এবার বিধানসভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও অভিষেক ব্যানার্জীর পেছনে ইডি ও অনান্য কেন্দ্রীয় এজেন্সি লেলীয়ে দেওয়ার পাশা পাশিএই রাজ্য সরয়ারকে নানাভাবে হেনস্থ্যার চেষ্টা কেন্দ্র করছে বলে অভিযোগ জানিয়ে দেশের সব বিরোধী দলকে এর বিরুদ্ধে সরব হবার জন্য চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যা নিয়ে সোর গোল পড়েগেছে দেশের রাজনৈতিক মহলে।