HomeKolkataদুর্গাপুজোর প্রাক্কালে RR 'House of Entertainment' আয়োজন করলেন আগমনী ব্যানার ফটোশুট

দুর্গাপুজোর প্রাক্কালে RR ‘House of Entertainment’ আয়োজন করলেন আগমনী ব্যানার ফটোশুট

spot_img
- Advertisement -

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ: ২৪শে আগস্ট, কলকাতা – দুর্গাপুজোর প্রাক্কালে এসপ্ল্যানেডের ১/২ স্টুডিওতে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন “আগমনী ব্যানার ফটোশুট ২০২৫”। আয়োজনে নেতৃত্ব দেয় RR House of Entertainment।

এদিনের ফটোশুটে অংশ নেন ১২ জনেরও বেশি মডেলরা। অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা ও গ্ল্যামার তুলে ধরার সুযোগ পান, যা শোভা পাবে শহরের বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলের ব্যানারে।

এই অভিনব আয়োজনের কস্টিউম ও জুয়েলারির দায়িত্বে ছিলেন Chandrima’s RR Fashion Hub-এর কর্ণধার, সেলিব্রিটি ডিজাইনার চন্দ্রিমা বসু। শুধু সাজসজ্জাই নয়, গোটা অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায়ও নেতৃত্ব দেন তিনি। সহযোগিতায় ছিলেন Om Creation-এর অনুপ্রিয় ও তনুমিতা।
চন্দ্রিমা বসু জানান , এটি নারীদের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা ও গ্ল্যামার সঠিক ভাবে তুলে ধরতে পারবেন।

শুধু এই ব্যানার ফটোশুটই নয়, RR House of Entertainment সারা বছর ফ্যাশন শো, ব্র্যান্ড ফটোশুট, শর্ট ফিল্ম এবং নানা সৃজনশীল কাজ করেন, আগামী দিনে আরো নতুন নতুন কাজ নিয়ে আসতে চলেছে RR House of Entertainment। কলকাতার বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলে এই বিশেষ ব্যানার চোখে পড়বে দর্শকদের।
আলো, ক্যামেরা আর উৎসবের আবহে ‘আগমনী ২০২৫’-এ নতুন রূপে সেজে উঠছে কলকাতা।
আলো, ক্যামেরা আর উৎসবের আবহে কলকাতা যেন আগাম দুর্গোৎসবের আমেজে মেতে উঠল “আগমনী ২০২৫”-এর হাত ধরে।

📞 যোগাযোগ – 8910973402
🏢 ঠিকানা – 141/2B, Lenin Sarani, Vinayak Apartment, Kolkata – 700013

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments