নিজস্ব প্রতিনিধি :~
কর্মক্ষেত্র থেকে দিল্লী রোড ধরে গত সোমবার ০৬/০৫/২৪ ঝড় জলের রাতে ৮:১৫ মিনিট নাগাদ বাড়িতে ফেরার পথে মর্মান্তি বাইক এক্সিডেন্ট হয় দু’ই বাংলার প্রখ্যাত কবি বিদ্যুৎ ভৌমিক”- সাহেবের ৷ শ্রী ভৌমিক”- এর মাথায় আঘাত আসে ৷ স্থানিয় লোকজনদের সহযোগিতায় সঙ্গাহীন অবস্থায় প্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক’কে তাঁর শ্রীরামপুরের বাস ভাবনে নিয়ে আসা হয় ৷ স্থানিয় হসপিট্যাল ওয়াল্স”- কবি বিদ্যুৎ কে নিয়ে যাওয়া হয় , তাঁর মাথায় গুরুতরো আঘাত আসে ৷ সেখানে কবি বিদ্যুৎ ভৌমিক এর মাথায় আটটা সেলাই হয় ৷ কলকাতা ও বাংলাদেশ থেকে কবি , সাহিত্যিক , শিল্পী , বুদ্ধিজীবী তাঁদের প্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক’- এর প্রতি সমবেদনা জানায় ৷ আমাদের News Bharat 24 Hrs এর সমস্ত সাংবাদিক ও কর্মী বন্ধুদের পক্ষ থেকে আর দ্রুত আরোগ্য কামনা করছি ৷