নিজস্ব প্রতিনিধি সম্পা :৬ই মার্চ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান দেশের প্রথম নদীর নীচে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ধর্মতলা থেকে গঙ্গার নীচ দিয়ে মোট্রো সফরেও সামিল হলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সঙ্গে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও সেই মেট্রোয় গঙ্গার নীচ দিয়ে যাত্রা করে ৷প্রধানমন্ত্রী বলেন, “গত ৪০ বছরে মাত্র ২৮ কিমি কাজ হয়েছিল কলকাতা মেট্রোর ৷ আর গত ১০ বছরে আরও ৩১ কিমি কলকাতা মোট্রোর সম্প্রসারণ হয়েছে ৷”
প্রধানমন্ত্রী মোদি, প্রকৌশলের উৎকর্ষতা প্রদর্শন করে৷ পরিবহণের মাধ্যম ছাড়াও, জলের নিচের মেট্রো প্রকল্পটি কলকাতায় দীর্ঘস্থায়ী যানজট এবং বায়ু দূষণের সমস্যার সমাধান হিসাবে কাজ করবে।হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ৪.৮ কিলোমিটারের লাইনের মধ্যে ৫২০ মিটার গিয়েছে গঙ্গার তলা দিয়ে।সূত্রের খবর, সকাল ছ’টা ৩০ মিনিট নাগাদ পরিষেবা শুরু হতে চলেছে। শেষ মেট্রো চলতে পারে রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত।সর্বাধিক ১০ মিনিট বা ১২ মিনিট ছাড়া মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে।যদিও সরকারিভাবে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের দাবি, এখনও টাইমটেবিল চূড়ান্ত করা হয়নি।
যে এসপ্ল্যানেড স্টেশন থেকে কলকাতার তিনটি লাইনের (ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি অংশ এবং নর্থ-সাউথ মেট্রো করিডর) মোট ৩০টি স্টেশনে যাতায়াত করা যাবে।এক টিকিটে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রো ব্যবহার করতে পারবেন যাত্রীরা তাও আবার একই স্মার্ট কার্ড ব্যবহার হবে। এসপ্ল্যানেড থেকে ৩০টি মেট্রো স্টেশনে কত টাকা ভাড়া পড়বে, সেটার পুরো তালিকা দেখে নিন।
এক টিকিটেই হাওড়া থেকে রুবি, ভাড়া ৫০ টাকা! বাকি স্টেশনে কত লাগবে? জানাল মেট্রো।
এসপ্ল্যানেড থেকে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনের ভাড়া কত পড়বে?
১) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান: ১০ টাকা।
২) এসপ্ল্যানেড থেকে হাওড়া: ১০ টাকা।
৩) এসপ্ল্যানেড থেকে মহাকরণ: ৫ টাকা।
৪) এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর: ২০ টাকা।
৫) এসপ্ল্যানেড থেকে বরানগর: ২০ টাকা।
৬) এসপ্ল্যানেড থেকে নোয়াপাড়া: ২০ টাকা।
৭) এসপ্ল্যানেড থেকে দমদম: ১৫ টাকা।
৮) এসপ্ল্যানেড থেকে বেলগাছিয়া: ১৫ টাকা।
৯) এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার: ১৫ টাকা।
১০) এসপ্ল্যানেড থেকে শোভাবাজার-সুতানটি: ১০ টাকা।
১১) এসপ্ল্যানেড থেকে গিরিশ পার্ক: ১০ টাকা।
১২) এসপ্ল্যানেড থেকে মহাত্মা গান্ধী রোড: ১০ টাকা।
১৩) এসপ্ল্যানেড থেকে সেন্ট্রাল: ৫ টাকা।
১৪) এসপ্ল্যানেড থেকে চাঁদনি চক: ৫ টাকা।
১৫) এসপ্ল্যানেড থেকে পার্কস্ট্রিট: ৫ টাকা।
১৬) এসপ্ল্যানেড থেকে ময়দান: ৫ টাকা।
১৭) এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সদন: ১০ টাকা।
১৮) এসপ্ল্যানেড থেকে নেতাজি ভবন: ১০ টাকা।
১৯) এসপ্ল্যানেড থেকে যতীন দাস পার্ক: ১০ টাকা।
২০) এসপ্ল্যানেড থেকে কালীঘাট: ১৫ টাকা।
২১) এসপ্ল্যানেড থেকে রবীন্দ্র সরোবর: ১৫ টাকা।
২২) এসপ্ল্যানেড থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ এলাকার জন্য): ১৫ টাকা।
২৩) এসপ্ল্যানেড থেকে নেতাজি (কুঁদঘাট এলাকার জন্য): ১৫ টাকা।
২৪) এসপ্ল্যানেড থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী এলাকার জন্য): ২০ টাকা।
২৫) এসপ্ল্যানেড থেকে গীতাঞ্জলি (নাকতলা এলাকার জন্য): ২০ টাকা।
২৬) এসপ্ল্যানেড থেকে কবি নজরুল (গড়িয়া বাজার এলাকার জন্য): ২০ টাকা।
২৫) এসপ্ল্যানেড শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য): ২০ টাকা।
২৬) এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া এলাকার জন্য): ২০ টাকা।
২৭) এসপ্ল্যানেড থেকে সত্যজিৎ রায়: ২৫ টাকা।
২৮) এসপ্ল্যানেড থেকে জ্যোতিরিন্দ্র নন্দী: ৩০ টাকা।
২৯) এসপ্ল্যানেড থেকে কবি সুকান্ত: ৩০ টাকা।
৩০) এসপ্ল্যানেড থেকে হেমন্ত মুখোপাধ্যায়: ৪০ টাকা।