নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। তাঁর গ্রেপ্তারির পর থেকে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী নিজের মত করে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্র তথা ইডির বিরুদ্ধে। শনিবার জ্যোতিপ্রিয়কে নিয়ে মুখ খুললেন তৃণমূলের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।
এদিন বনমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে কিছু বলার নেই। যদি কেউ দোষ করে, তবে সে শাস্তি পাবে। কিন্তু আমরা এটা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, যেখানে বিরোধী দল রাজ্যের শাসক সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে এই কাজ চলছে।আসলে ওরা ২৪ সালে নিজেদের জয় নিয়ে সন্দিহান। অনেকেই পরাজয়ের গন্ধ পাচ্ছেন। সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন সেখানেও পরাজয়ের পদধ্বনিই শুনছে বিজেপি। তাই গোটা দেশ জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে।’
গতকাল গ্রেপ্তারির পর আদালত কক্ষে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয়। তাঁর অসুস্থতা নিয়ে শোভনদেব বলেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক সত্যিই অসুস্থ। আর ও মোটেই পালিয়ে যাওয়ার লোক নয়। যারা টাকা নিয়ে পালিয়ে যায়, তাদের গ্রেপ্তার করা হয় না। লোকে জামিনে ঘুরে বেড়ায় কিছু হয় না।আসলে রাজনৈতিক ষড়যন্ত্র।’