দ্য ক্লাস মেট এন্টারটেইনমেন্টের কর্ণধার “বিশাল বিশ্বাস” তার ২৫ তম জন্মদিন তার পরিবারের সাথে পালন করল। তিনি একজন ফিল্ম মেকার, এডিটর, এবং অভিনেতা, পরিচালক হিসেবে পরিচিত। বন্ধু মহলে তাকে সেজন্য ভারসেটাইল বলে ডাকে। এবং তিনি ওম সস্তি ফিল্মস আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর ফেস্টিভাল সেক্রেটারি । তার পাশাপাশি তিনি এডুকেশনাল দিক থেকে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার । ভিডিও এডিটর এবং ফিল্ম মেকার হিসাবে তার বেশ পরিচিতি আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তে।
আজ ১৩ই আগস্ট তিনি পালন করলেন তার নিজস্ব বাড়িতে পরিবারের সাথে তার ২৫ তম জন্মদিন। এবং তিনি জানিয়েছেন যে পরিবারের সাথেই জন্মদিন পালন করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এবং বন্ধুবান্ধবদের সাথে সুযোগ হলে অবশ্যই তিনি বাইরেও জন্মদিন পালন করেন।
বরাবরের মতো এবার তাকে তার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব এবং বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
তাকে তার প্রজেক্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন যে তার নিজস্ব হাউসের একটি প্রজেক্ট লাবণ্য সিগারেট পার্ট টু পোস্ট প্রোডাকশন স্টেজে আটকে রয়েছে। সেটা দ্রুত কমপ্লিট করে আগামী দুর্গাপুজোর মধ্যেই মুক্তি করাবার পরিকল্পনা রয়েছে। এবং তার নিজস্ব হাউসের জন্য বেশ কিছু প্রজেক্টের কথা ভাবছেন। তাছাড়া তিনি যেমন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এডিটর এবং ফিল্ম মেকার হিসাবে তেমনি করে যাবেন আপাতত।
এবং সর্বশেষে সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তার পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।।