নিজের শহরে একটি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আক্রমন করলেন এক যুবক। যদিও সংগে সংগে তার নিরাপত্তা রক্ষীরা যুবকটিকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। তবে কি কারনে এই আক্রমন ও যুবকটির নাম ও পরিচয় কিছুই এখনও জানা যায় নি। পুরো ঘটনাটিই ক্যামেরা বন্দি হয়ে যাওয়ায় বিপাকে বিহারের নীতিশের দল।