সম্পা ঘোষ, কলকাতা :জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে পৈলান ওয়ার্ল্ড স্কুলের কাছেই “ইকো ক্রিক ক্লাব”।
নতুনত্ব কি পাবেন এখানে?
কাঠের জ্বালের রান্না, বাঙালির বিভিন্ন হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ খাবার, নিজস্ব বাগানের তাজা শাকসবজি এবং পুকুরের জ্যান্ত মাছ, খামারের মাংস দিয়ে আপনার মনের মত খাবারের পদ রান্না করে দেবে “ইকো ক্রিক ক্লাব”। নিজের চোখে শাকসবজি তুলতে বা মাছ ধরা দেখতেও পারবেন।চাইলে নিজেও মাছ ধরতে পারবেন। ৩০ একরের বিশাল এই ক্লাবে ৯ একরের লেক থেকে শুরু করে এসি রুম, ৭ টা কটেজ,সুইমিংপুল,আরো অনেক কিছু রয়েছে।
চাইলে বোটিং এবং সুইমিং করতে এবং থাকতেও পারবেন। যেকোনো বিবাহ,জন্মদিন বা যেকোনো পার্টি,অফিস পিকনিক করার ব্যবস্থা রয়েছে।
মনেরমত বিশেষ খাবার বাংলাদেশের বিখ্যাত চূই দিয়ে বানানো আহুনা চিকেন, আহুনা মটন এই খাদ্যের পদ এখানেই পাবেন। এছাড়াও নিজস্ব পুকুরের মাছ দিয়ে দই কাতলা, ভেটকি পাতুরির স্বাদ নিতে আসতেই হবে। চাইলে নিজের মনের মত করে বার্বিকিউ করতে পারবেন।
পয়লা বৈশাখ উপলক্ষে “ইকো ক্রিক ক্লাব” সবাইকে আহ্বান জানাচ্ছে, থাকছে ব্যান্ড এবং ফ্যাশন-শো কম্পিটিশন এছাড়াও এক সুন্দর রবীন্দ্রসন্ধ্যার আয়োজন থাকবে। ২৪ ঘন্টাই খোলা থাকছে “ইকো ক্রিক ক্লাব”।
যোগাযোগ 9051097755/6292293803