HomeNewsপাকিস্তানের ISI এর হাতে গোপন তথ্য পাচার করার জন্যে পাঞ্জাবের এক ইউটিউবারকে...

পাকিস্তানের ISI এর হাতে গোপন তথ্য পাচার করার জন্যে পাঞ্জাবের এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হলো। সঙ্গে রয়েছে আরও পাঁচ জন।

spot_img
- Advertisement -

নিজেস প্রতিনিধি সুজাতা দে :পাকিস্তানের ISI এর হাতে গোপন তথ্য পাচার করার জন্যে পাঞ্জাবের এক ইউটিউবারকে গ্রেপ্তার করা হলো। সঙ্গে রয়েছে আরও পাঁচ জন।

ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। এই ভদ্রমহিলা ২০২৩ সালে পাকিস্তান গেছিলেন ঘুরতে। তখনই তার আলাপ হয় এহসান-উর-রাহিম অর্থাৎ দানিশ এর সাথে। এবং এই জ্যোতি ভারতের বিভিন্ন জায়গার ছবি তুলে তুলে সেগুলো পাকিস্তানের ISI কে পাঠাতো এই দানিশ এর মারফত।

দানিশ হলো ভারতে থাকা পাকিস্তান হাই কমিশনের এক কর্মী যিনি ঘুষ টুস নিয়ে ভিসা দিয়ে দিতেন তাদেরকে যারা একটু ওই দেশ ঘেঁষা। এবং যাকে আগের সপ্তাহেই ভারত সরকার ISI স্পাই এজেন্ট বলে ঘোষিত করে।

তো এই দানিশ জ্যোতি মালহোত্রা ছাড়াও আরও কিছুজনকে তার জালে ফাঁসিয়েছে। কিভাবে?

২৭-সে ফেব্রুয়ারী ২০২৫, গুজালা নামক এক ৩২ বছর বয়সী বিধবা মহিলা পাকিস্তান হাই কমিশনে যান ভিসার জন্যে যাতে তিনি পাকিস্তানে যেতে পারেন। তখনই তার আলাপ হয় এই দানিশ এর সাথে এবং সম্পর্কে জড়িয়ে পড়েন। দানিশ প্রথম প্রথম টাকা পাঠাতে থাকে তাকে। কখনো ১০ হাজার, কখনো ২০ হাজার। তারপর থেকে সেই টাকা গুলো বিভিন্ন লোকের একাউন্টে পাঠাতে বলতে থাকে। আর ভালোবাসায় অন্ধ গুজালা দানিশের কথা অনুযায়ী সেগুলো করে গেছে।

এই গুজালা আবার বানু নাসরীনা নামক আরেক বিধবা মহিলাকে দানিশের সাথে আলাপ করায় এবং উনিও একই কাজ করতে থাকেন।

তো এইরকম অনেকেই জড়িয়ে। কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কেউ ভারতে থেকে SIM জোগাড় করে সন্ত্রাসীদের সাহায্য করতো। তো এই লিস্ট বিশাল। আপাতত যা জানা যাচ্ছে সেগুলোই বললাম।

RELATED ARTICLES
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments