নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১১ই জানুয়ারি ১১৮ লাল মোহন ভট্টাচার্য রোড এ একটি সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করে ছিলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।KMC ৫৫ নম্বর ওয়ার্ডের ২০০জন পিছিয়ে পরা বাসিন্দাদের মধ্যে লেখাপড়ার সামগ্রী ও কম্বল বিতরণ করেন।প্রয়াত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পৌরপ্রধান অরুণ কুমার দাসের স্মরণে বিগত ৩ বছর যাবত ৫৫ নম্বর ওয়ার্ডের কর্মীরা প্রয়াত নেতার স্মরণে সামাজিক কার্যক্রমের মাধ্যমে দুঃস্থদের পাশে থাকেন। এই অনুষ্ঠানে বিশিষ্ঠ অতিথি ও নেতৃত্বরা উপস্থিত থেকে এলাকার দুঃস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন এবং ছাত্র-ছাত্রীদের হাতে লেখা পড়ার সুবিধার্থে লেখাপড়ার সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণ কমল সাহা, ৫৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান আমিনুদ্দিন ববি (MIC- Market), ৫৫ নং ওয়ার্ডের পৌরমাতা সবিতা রানী দাস,৫৫ নম্বর ওয়ার্ড ব্লক সভাপতি শংকর দাস। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন সৈয়দ, মুন্না, সিকান্দার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা । এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল।