নিজস্ব প্রতিনিধি(দেবযানী): মঙ্গলবার থেকেই ফের বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম। একলাফে ১০৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় রান্নার বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ২ হাজার ৯৫ টাকা। তবে ভালো খবর হল বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এখনও পর্যন্ত বাড়েনি। উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবরের পর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও হেরফের হয়নি। যদিও এই সময় পর্বে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০২ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। কিছুটা স্বস্তি দিয়ে অপরিবর্তিত থাকছে ১৪ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম। সেটার জন্য এখনও গ্রাহকদের দিতে হবে ৯২৬ টাকা। আগেই আশঙ্কা করা হয়েছিল যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর। একই সঙ্গে বাড়তে পারে রান্নার গ্যাসের দাও। আর সেই আশঙ্কাকে সত্যি করে এবার বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। গত বছর ৬ অক্টোবরের পর হোটেল রান্নার ইজ ১৪ কেজির সিলিন্ডার দামে পরিবর্তন হয়নি। তবে বাণিজ্যিক সিলিন্ডার দাম এর মধ্যে পরিবর্তন করা হয়েছে। গত বছর নভেম্বরে রান্নার দামের দাম ছিল ২ হাজার ১৭৭ টাকা। সেই বাণিজ্যিক গ্যাস এখনও ব্যবসায়িক দামের মধ্যে রয়েছে এই ব্যবসায়িক ইজেন্ট সাধারণত ব্যবহার করা হয় হোটেল বা রেস্তোরাঁয়। তাই এই মূল্যবৃদ্ধির কারণে কেনা দামে প্রভাব পেতে পারে।প্রসঙ্গত, ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালে, রাশিয়া ছিল তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী। প্রতিদিন আনুমানিক ১০.৫০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করা হত। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ফলে, অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত বৃদ্ধি পাবে। এরপর এখন ১৪ কেজি ওজনের সিলিন্ডারের দামও বাড়ে কিনা এখন সেটাই দেখার।