নিজস্ব সংবাদদাতা সম্পা :বকখালি সমুদ্রতটে ‘এ বুকে জলে কামনার আগুন’ গানের শুটিং করলো পরিচালক শ্রী দাস।অভিষেক ও রুপার জুটি আগে ও প্রশংসিত হয়েছে।এই জুটি, আবার তৃতীয়বার কাজ করছে।পরিচালক শ্রী দাস একের পর এক ভালো কাজের মাধ্যমে দর্শকের মন জিতে নিচ্ছেন।
সারা বছর ধরে “ওম স্বস্তি ফিল্মস” একের পর এক ধামাকা দিয়েই চলেছে ফ্যাশন শো, ক্যালেন্ডার শুট, বাংলা টেলিফিল্ম টিভির পর্দায় তো কখনো মেট্রো চ্যানেলে একের পর এক হিট গান তৈরি করে।মিউজিক ভিডিও অ্যালবাম অভিষেক ও রুপার জুটিতে শুটিং হয়ে গেল বকখালিতে।রমনকুমার রায়ের সংগীত পরিচালনায় এবং শ্রীদাসের পরিচালনায় অমিত মুখার্জি চিত্রগ্রহণে , স্বরূপের মেকওভারে হয়ে গেল ‘এ বুকে জলে কামনার আগুন’ গানের শুটিং খুব শীঘ্রই মুক্তি পাবে বলে জানালেন পরিচালক শ্রীদাস।